নির্বাচনে অংশ নিতে রামগড় উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে খাগড়াছড়ির রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন মো. শহিদুল ইসলাম ফরহাদ। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বরাবর এ পদত্যাগপত্র জমা দেন।
জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম পদত্যাগপত্রটি পাঠিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম ফরহাদ জানান, দল থেকে নির্বাচন করার জন্য দলীয় মনোনয়নপত্র কিনলেও সাক্ষাৎকারে অংশ নেইনি। কিন্তু খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পাওয়া তারই আপন চাচা ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার সাজা স্থগিতের আবেদন উচ্চ আদালত কর্তৃক খারিজ হওয়ায় এ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে তিনি পদত্যাগ করেছেন।
শহীদুল ইসলাম ফরহাদ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, ওয়াদুদ ভূঁইয়া নির্বাচন করতে না পারলেও আওয়ামী লীগকে খালি মাঠে গোল দেওয়ার ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন তিনি।
শহীদুল বলেন, ‘আমরা আন্দোলনের অংশ হিসেবে ও দেশনেত্রীর মুক্তির আন্দোলনকে তরান্বিত করার জন্য এ নির্বাচনে অংশগ্রহণ করছি। বাংলাদেশের জনগণ আমাদের পক্ষে রয়েছে। তারা ভোট কেন্দ্রে যাবে এবং নিজের ভোট রক্ষা করবে। সুষ্ঠু নির্বাচন হলে খাগড়াছড়িসহ দেশের সব আসনেই বিএনপির প্রার্থীরা নির্বাচিত হবেন ইনশা আল্লাহ।’
শহীদুল ইসলাম আক্ষেপ করে বলেন, খাগড়াছড়িতে বর্তমান সরকারের এমপি ক্ষমতায় থেকে, শরণার্থী পুনর্বাসন চেয়ারম্যান হিসেবে প্রতিমন্ত্রীর সরকারি সুযোগ-সুবিধা, গাড়ি প্রটোকল নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। অথচ বিরোধী দলের উপজেলা পরিষদের চেয়ারম্যানদের পদত্যাগ করে নির্বাচনে অংশ নিতে হচ্ছে।
খাগড়াছড়ি আসনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি অভিযোগ করে শহীদুল বলেন, পুলিশি হয়রানির কারণে নেতাকর্মীরা বাড়িঘরে থাকতে পারছে না। হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। মিথ্যা মামলায় গ্রেপ্তার করে হয়রানি করা হচ্ছে।