যশোরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা
যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মোশারফ হোসেনকে (৫০) গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামে সিনজেনটা ডিপোর কাছে যশোর-মাগুরা মহাসড়কে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
মোশারফ ইছালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর স্ত্রী ফেরদৌসী বেগম জানান, শহরের পুরাতন কসবা এলাকার ভাড়া বাসা থেকে ইছালী ইউপি কার্যালয়ে যাওয়ার উদ্দেশে মোশাররফ হোসেন সকাল ১০টার দিকে নিজ মোটরসাইকেলে করে রওনা হয়েছিলেন।
গ্রামবাসীর বরাত দিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন জানান, দুর্বৃত্তরা মোশারফ হোসেনকে চলন্ত অবস্থায় গুলি করে ও কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন তাঁকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বেলা ১১টা ২৫ মিনিটে চিকিৎসক আবদুল্লাহ আল মামুন তাঁকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক আবদুল্লাহ আল মামুন এনটিভি অনলাইনকে জানান, মোশারফ হোসেনের বুকের বাঁ পাশ ও মাথায় গুলির চিহ্ন রয়েছে। এ ছাড়া তাঁকে কুপিয়ে জখম করার চিহ্ন রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। খুব শিগগির হত্যাকাণ্ডের ক্লু উদ্ধার সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আওয়ামী লীগের নেতা শহিদুল ইসলাম ইউপি চেয়ারম্যান মোশারফের খুনকে রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করে বলেন, ‘এই হত্যাকাণ্ডের আমরা নিন্দা জানাই। এই হত্যা অবশ্যই রাজনৈতিক। যশোর এলাকায় তিনি যথেষ্ট জনপ্রিয় নেতা ছিলেন। গতবার তিনি বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। এই জয়লাভকে তাঁরা কোনো অবস্থায় মেনে নিতে পারেননি। এ ছাড়া বর্তমানে যে রাজনৈতিক অবস্থা, এই রাজনৈতিক অবস্থায় সে হত্যাকাণ্ডের শিকার। আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাই, যত দ্রুত সম্ভব এই দিনের বেলায় যারা হত্যা করেছে, তাদের গ্রেপ্তার করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। এটা আমরা যশোর পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাই।’