নাশকতার পরিকল্পনার অভিযোগে রাজধানীতে আটক ১৩
রাজধানীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান বার্তা সংস্থা ইউএনবিকে বলেন,বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ৭২ ঘণ্টা হরতালের তৃতীয় দিন নাশকতামূলক কাজের পরিকল্পনার সময় ওই ব্যক্তিদের আটক করা হয়।
গত শুক্রবার এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ হরতালের ঘোষণা দেন।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতেগত ৬ জানুয়ারি থেকে বিএনপির নেতৃত্বাধীন জোটের অনির্দিষ্টকালের হরতাল-অবরোধ চলছে।