রাজবাড়ীতে দেড় মণ ইলিশ আটক, ২০ জেলেকে জরিমানা
সরকারি নির্দেশ অমান্য করে ইলিশ মাছ ধরার অভিযোগে ২০ জেলেকে আটক করেছে রাজবাড়ী পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা।
পুলিশ জানিয়েছে, এসব জেলের কাছ থেকে দেড় মণ ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে। আটকের পর ভ্রাম্যমাণ আদালত এসব জেলেদের জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন।
আজ বুধবার সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ধাওয়াপাগা থেকে বরাট ইউনিয়নের নয়নসুখ এলাকা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন এলাকায় এসব জেলে মা ইলিশ মাছ ধরছিল। জেলেদের আটকের পাশাপাশি তাঁদের কাছ থেকে দেড়মন ইলিশ মাছ ও দেড়লাখ মিটার কারেন্ট জাল আটক করেছে পুলিশ।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আওলাদ হোসেন জানিয়েছেন, পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-এর ৫(১) ধারায় ২০ জেলেকে দুই হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রওশন আরা পলি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।