আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বাত্মক প্রচেষ্টা : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতীয় জীবনের সব ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের ভাগ্য উন্নয়নই সরকারের লক্ষ্য। অনিয়ম-দুর্নীতির প্রশ্নে কাউকে ছাড় দেওয়া হয়নি। আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের স্নাতক (পিএসসি) ডিগ্রি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে দেশের অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন, সর্বত্র ডিজিটাল প্রযুক্তির বিস্তার ঘটিয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে। এ সময় তিনি সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
২০১৪-১৫ সময়ে দেশি-বিদেশি ২১৪ জন কর্মকর্তা পিএসসি ডিগ্রি অর্জন করেন। তাঁদের মধ্যে ১২০ জন কর্মকর্তা সেনাবাহিনীর, ২৩ জন নৌবাহিনীর, ১৯ জন বিমানবাহিনীর ও ৫২ জন বিভিন্ন দেশের কর্মকর্তা। বিদেশিদের মধ্যে যুক্তরাষ্ট্র, চীন, মিসর, ভারত, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরবসহ মোট ২২ দেশের সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তারা ডিগ্রি অর্জন করেন।