হিলি সীমান্তে বাংলাদেশি শাশুড়ি, ভারতীয় জামাই আটক
দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় এক নাগরিকসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার বেলা ১১টায় সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলার দিয়ে অবৈধভাবে দেশে আসার সময় তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ভারতের দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার ফুলবাড়ী গ্রামের গৌর মোহন্ত (৪৫) ও তাঁর শাশুড়ি সুমিত্রা মোহন্ত (৫৪)। সুমিত্রার বাড়ি বগুড়া শহরে।
বিজিবির হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবদুল জব্বার জানান, সুমিত্রা মোহন্ত কিছুদিন আগে ভারতে আত্মীয়র বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে তিনি গৌর মোহন্তকে সঙ্গে নিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করেন। এ সময় কর্তব্যরত বিজিবি সদস্যরা তাঁদের আটক করেন। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হাকিমপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তিনি আরো জানান, আটক ব্যক্তিরা সম্পর্কে শাশুড়ি-জামাই।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান জানান, আসামিদের আগামীকাল বৃহস্পতিবার দিনাজপুর আদালতে পাঠানো হবে।