মংলায় চার হাজার মিটার ইলিশ ধরার জাল জব্দ
মংলার পশুর নদের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় চার হাজার মিটার ইলিশ মাছ ধরার জাল আটক করেছে যৌথ বাহিনী।
কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট এস এম ফজলুল করিম জানান, বুধবার ভোরে মংলা নদীর নালা, পশুর নদের বাণীশান্তা, করমজল, জয়মনি, চালনা ও শান্তা এলাকায় অভিযান চালান কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় অভিযানকারীরা বিভিন্ন স্থান থেকে প্রায় চার হাজার মিটার ইলিশ শিকারের জাল জব্দ করেছেন। জব্দ করা জালের মূল্য প্রায় এক লাখ ৮০ হাজার টাকা। পরে জব্দ করা জাল কোস্ট গার্ড ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।