চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
‘নগর পরিবেশে প্রবীণদের অন্তর্ভুক্তি সুনিশ্চিতকরণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের (ডিসি) সম্মেলনকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক সায়মা ইউনূস, পুলিশ সুপার (এসপি) রশীদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা ও মকবুলার রহমান। স্বাগত বক্তব্য দেন প্রবীণ হিতৈষী সংঘের মহাসচিব আক্তারুজ্জামান।
বক্তারা প্রবীণদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পাশাপাশি তাঁদের মৌলিক ও মানবিক অধিকার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।