প্রকাশ্যে গৃহবধূর মুখে এসিড নিক্ষেপ
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় প্রকাশ্যে গৃহবধূর মুখে এসিড নিক্ষেপ করেছে এক দুর্বৃত্ত। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শেরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এসিড আক্রান্ত জুলিয়া খাতুনকে কুমারখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার হুগলা গ্রামের আব্দুর রহিমের স্ত্রী।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকুল উদ্দিন এনটিভি অনলাইনকে জানান, এসিডের শিকার গৃহবধূর মুখের একাংশ এবং পিঠ ও ঘাড় দগ্ধ হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল হক এনটিভি অনলাইনকে জানান, শেরকান্দি এলাকার ভাড়া বাসা থেকে পাশের দোকানে যাওয়ার সময় জুলিয়ার ওপর একই এলাকার আলামিন (২৬) এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।
আলামিন বিভিন্ন সময়ে জুলিয়াকে উত্ত্যক্ত করত। এর জের ধরেই এসিড নিক্ষেপের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম। তিনি জানান, এসিড সন্ত্রাসীকে দ্রুত গ্রেপ্তার করা হবে।