ডা. ইরানকে অবাঞ্ছিত ঘোষণা করে কুশপুত্তলিকা দাহ
২০ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানকে পিরোজপুর-২ আসনে ধানের শীষ প্রতীক দেওয়ায় বিক্ষোভ করেছে ভাণ্ডারিয়া ও কাউখালী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। তারা ডা. ইরানকে অবাঞ্ছিত ঘোষণা করে তাঁর কুশপুত্তলিকা দাহ করেছে।
আজ রোববার বেলা ১১টায় কাউখালী উত্তর বাজারে উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় ডা. মোস্তাফিজুর রহমান ইরানকে ২০ দলীয় জোটের প্রার্থী করার সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়। এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাফি চৌধুরী, উপজেলা যুবদলের সভাপতি সায়েম উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মামুনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা ডা. ইরানকে অবাঞ্ছিত ঘোষণা করেন। পরে বিএনপি কার্যালয়ের সামনে ইরানের কুশপুত্তলিকা দাহ করা হয়।
এদিকে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আজ দুপুরে ভাণ্ডারিয়া উপজেলা রিজার্ভ পুকুরপাড়ের দলীয় কার্যালয়ের সামনে ডা. ইরানের কুশপুত্তলিকা দাহ করেন। পরে তাঁরা প্রতিবাদ মিছিল বের করেন। এটি ভাণ্ডারিয়া বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য দেন শিকদার জাকির হোসেন বাচ্চু, আবদুল মন্নান হাওলাদার, দেলোয়ার হোসেন বিপ্লব, আবুল কালাম মল্লিক প্রমুখ।