রামুকাণ্ড : নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান বরখাস্ত
কক্সবাজারের রামু বৌদ্ধবিহারে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চেয়ারম্যান ও জামায়াত নেতা তোফাইল আহেম্মদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সরকার মন্ত্রণালয় বিভাগের উপজেলা শাখা/২-এর জ্যেষ্ঠ সহকারী সচিব লুৎফুর নাহার স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি পত্র বান্দরবানে পৌঁছায়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহেদুল ইসলাম জানান, কক্সবাজারের রামু বৌদ্ধবিহারে হামলার ঘটনায় দায়ের করা মামলার (৩৯/২০১২) অভিযোগপত্রে চেয়ারম্যান তোফাইল আহম্মেদের নাম আছে। ওই ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ-সংক্রান্ত একটি ফ্যাক্স বৃহস্পতিবার সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি ইউএনও কার্যালয়ে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান তোফাইল আহম্মেদ বলেন, ‘সাময়িক বরখাস্তের একটি চিঠি আমি পেয়েছি। তবে রামু বৌদ্ধবিহারের হামলার ঘটনার সঙ্গে আমি সম্পৃক্ত নই।’
২০১২ সালে কক্সবাজারের রামু উপজেলার প্রাচীন বৌদ্ধবিহারগুলোতে অগ্নিসংযোগ, ঘরবাড়ি এবং প্রাচীন মূর্তি ভাঙচুর করা হয়।