রাজবাড়ীতে ৪৫ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা থেকে ৪৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বহরপুর এলাকার রেল স্টেশনের পাশ থেকে ওই মূর্তি উদ্ধার করা হয়।
আজ সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ খবর জানানো হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গতকাল শেষ রাতের দিকে বহরপুরে এলাকায় একটি অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। সে সময় বহরপুর রেল স্টেশনের পাশে বস্তায় ভরা অবস্থায় কষ্টি পাথরে নির্মিত ৪৫ কেজি ওজনের লক্ষ্মী-নারায়ণের মূর্তিটি পাওয়া যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কিছু লোক সেখান থেকে পালিয়ে যায় বলেও জানান পুলিশ সুপার।