আলীকদম উপজেলার চেয়ারম্যান বরখাস্ত
পাহাড় কাটা এবং আওয়ামী লীগের কার্যালয় পোড়ানোর ঘটনায় দায়ের করা দুই মামলার অভিযোগপত্রে নাম থাকায় বান্দরবানের আলীকদম উপজেলার চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল কালামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সরকার মন্ত্রণালয় বিভাগের উপজেলা শাখা/২-এর জ্যেষ্ঠ সহকারী সচিব লুৎফুর নাহার স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি পত্রে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পৌঁছায়।
আলীকদম উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন জানান, পাহাড় কাটা এবং আওয়ামী লীগের কার্যালয় পোড়ানোর দুটি মামলার অভিযোগপত্রে চেয়ারম্যান আবুল কালামের নাম আছে। ওই ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ-সংক্রান্ত একটি ইমেইল বৃহস্পতিবার আলীকদমের ইউএনওর কার্যালয়ে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে আলীকদম উপজেলার চেয়ারম্যান আবুল কালাম জানান, রাজনৈতিক এবং ইমারত নির্মাণের দুটি মামলায় অভিযুক্ত হওয়ায় সাময়িকভাবে বরখাস্তের একটি চিঠি তিনি পেয়েছেন। তবে ঘটনাগুলোর সঙ্গে তিনি সম্পৃক্ত নন বলে দাবি করেছেন।