আ. লীগের দুই পক্ষের সংঘর্ষে বিএনপি নেতা নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ঘৌড় দৌড়কে কেন্দ্র করে আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের সময় বিএনপির এক নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ধাইনগর ইউনিয়নের নাককাটি তলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম (৬৫) ধাইনগরের পীরগাছি গ্রামের জোহাক মণ্ডলের ছেলে এবং ধাইনগর ইউনিয়ন বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ছিলেন বলে জানান উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সারোয়ার জাহান সেন্টু।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রতিবছরের মতো গতকাল বুধবার বিকেলে বঙ্গবন্ধু স্মৃতি সংঘ ধাইনগরের নাককাটি তলা মাঠে ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। এ প্রতিযোগিতাকে ঘিরে রাতে আয়োজক আওয়ামী লীগে দুটি পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
এর জের ধরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিবদমান দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় নজরুল সংঘর্ষের মাঝখানে পড়ে যান এবং উভয় পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করেন। কিন্তু সংঘর্ষে আরো কয়েকজনের সঙ্গে তিনিও আহত হন।
ধাইনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তাবারিয়া চৌধুরী এনটিভি অনলাইনকে জানান, মারাত্মক আহত নজরুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ৮টায় তিনি পথেই মারা যান।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।