অ্যাটকোর সভাপতির মুক্তির দাবি দিনাজপুর রিপোর্টার্স ইউনিটির
বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি এবং এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে দিনাজপুর রিপোর্টার্স ইউনিটি।
গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দিনাজপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষে সভাপতি মো. নুরুল হুদা দুলাল এ মুক্তির দাবি জানান।
নুরুল হুদা বলেন, ‘মিডিয়া ব্যক্তিত্ব মোসাদ্দেক আলীকে গ্রেপ্তার করে রিমান্ডের নামে নির্যাতন করার ঘটনা ন্যক্কারজনক। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে নিয়ন্ত্রণ করতেই সরকারের এই দমন-পীড়ন। তাঁর গ্রেপ্তার ও রিমান্ডের নিন্দা জানিয়ে অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি করছি আমরা।’
নুরুল হুদা বলেন, মোসাদ্দেক আলী বিভিন্ন সমাজসেবা কাজের সঙ্গেও জড়িত। তাঁর মতো ব্যক্তিত্বকে গাড়ি পোড়ানোর মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, যা খুবই দুঃখজনক।