কুমারখালীতে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রবিউল ইসলাম ওরফে বেড়ে রবি নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার পান্টি ইউনিয়নের দিখলঠাকরবাড়িয়ার একটি মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
রবিউল ইসলামের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পরাণখালী গ্রামে। তিনি চরমপন্থী সংগঠন ‘গণমুক্তিফৌজ’-এর সদস্য বলে পুলিশ দাবি করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত রাতের কোনো একসময়ে দুর্বৃত্তরা চোখ বেঁধে ওই মাঠের নিয়ে রবিউলকে গুলি করে হত্যার পর তাঁর লাশ ফেলে যায়। আজ সকালে ওই মাঠের মধ্যে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে কুমারখালী থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম জানান, রবিউলের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ ১৩টি মামলা রয়েছে। প্রতিপক্ষের লোকজন তাঁকে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।