‘মান্নাকে কোথায় রাখা হয়েছে, তা নিয়ে আমরা উদ্বিগ্ন’
মাহমুদুর রহমান মান্নার সন্ধান চেয়েছে নাগরিক ঐক্য। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে আহ্বায়ক মান্নার সন্ধান চান সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য ইফতেখার মাহমুদ বাবু। তিনি বলেন, ‘আমরা সুস্পষ্টভাবেই জানি, তাঁকে অ্যারেস্ট করা হয়েছে। কোথায় রাখা হয়েছে, সে বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন।’
প্রকাশিত ফোনালাপে যা বলা হয়েছে তা রাষ্ট্রবিরোধী কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইফতেখার মাহমুদ বলেন, ‘মাহমুদুর রহমান মান্না তেমন কোনো কথা বলেননি বলেই আমরা মনে করি। তাঁর কথাবার্তাকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। আমাদের সংগঠন কখনোই রাষ্ট্রবিরোধী কোনো কাজ সমর্থন করে না।’
বাবু জানান, বর্তমানে তাঁরা উদ্বেগের সঙ্গে মান্নার আটকের বিষয়টি পর্যবেক্ষণ করছেন। পরে এ বিষয়ে কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি বলেন, ‘সরকার তাঁকে গ্রেপ্তার না করে কথা বলার সুযোগ দিলে আমরা খুব খুশি হতাম। আমরা মনে-প্রাণে চেয়েছিলাম, সরকার তাঁকে কথা বলার সুযোগ দেবে এবং তিনি সবার সামনে তাঁর বক্তব্য খোলাসা করে বলবেন।’
এ সময় মান্নার বক্তব্যের বিষয়ে জানতে চাইলে বক্তব্যের বিস্তারিত বলা শোভন নয় বলে মন্তব্য করেন বাবু। তিনি বলেন, ‘আমি প্রাইভেসি অ্যাক্টে যতটুকু জেনেছি, তাতে সরকারের বিরোধিতা করলে বা রাষ্ট্রবিরোধী কথা বললে এর বিরুদ্ধে সুনির্দিষ্ট কেস (মামলা) করতে হবে। কেস হওয়ার পর প্রমাণ করতে হবে, আপনি এই কথা বলেছেন। এর আগে এ কথা প্রকাশ করা যাবে না।’
বাবু বলেন, ‘আমরা কখনো রাষ্ট্রবিরোধী কোনো কথা বলি নাই।’