খাগড়াছড়িতে বিএনপির প্রচারণার গাড়িতে হামলা
খাগড়াছড়ি শহরের কদমতলী এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী মো. শহিদুল ইসলাম ভূইয়ার নির্বাচনী প্রচারণার গাড়িতে হামলা চালানো হয়েছে। এ সময় বিএনপির নেতাকর্মীদের মারধর এবং জিপগাড়ি ও মাইক ভাঙচুর করা হয়।
আজ বৃহস্পতিবার বিকেলে শহরের শালবন এলাকায় গণসংযোগ শেষে ফেরার পথে আরিফ, সুমন, বেলালের নেতৃত্বে আওয়ামী লীগের কর্মীরা ওই হামলা চালায় বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
হামলায় জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক শফিক, ডানু ত্রিপুরাসহ ১০ জন নেতাকর্মী আহত হয়েছে। হামলার প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্অসি (ওসি) শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার ব্যাপারে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
খাগড়াছড়িতে যুবদল নেতা মো. জাহেদুল ইসলামকে মারধর ও অপহরণের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল। ছবি : এনটিভি
অন্যদিকে, আজ বৃহস্পতিবার সকালে জেলা শহরের কুমিল্লাটিলা ২ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহেদুল ইসলামকে মারধর ও অপহরণের অভিযোগে খাগড়াছড়িতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। শহরের ভাঙ্গাব্রিজ এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ভাঙ্গা ব্রিজ এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহির আহম্মেদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম বক্তব্য দেন।