পিরোজপুরে ২ ‘বিদ্রোহী’ প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) সংসদীয় আসনে আওয়ামী লীগের বিদ্রোহী দুই প্রার্থীসহ ছয় নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করে তাঁদের বহিষ্কারের সুপারিশ করেছে মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে এক বর্ধিত সভায় উপজেলা কমিটি ওই সিদ্ধান্ত নেয়। পরে রাতে কমিটির সভাপতি ও সম্পাদকের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে তা গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।
চিঠিতে জানানো হয়, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশ অমান্য করে পিরোজপুর-৩ আসনে মহাজোট প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানোর অপরাধে উপজেলা আওয়ামী লীগ সদস্য মো. আশরাফুর রহমান, তাঁর সহোদর মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ ও তাঁদের পক্ষে কাজ করার জন্য উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. এমাদুল হক খান, মো. আরিফ উল হক, উপজেলা আওয়ামী লীগ সম্পাদকমণ্ডলীর সদস্য মো. জাহিদ উদ্দিন পলাশ ও সাংগঠনিক সম্পাদক মো. লোকমান হোসেন খানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। জেলা ও কেন্দ্রে তাঁদের বহিষ্কারের জন্য সুপারিশ জানানো হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে লাঙ্গল মার্কায় জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী ডা. রুস্তম আলী ফরাজীকে মহাজোটের পক্ষে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। কিন্তু তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করে আপেল মার্কায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদ্য পদত্যাগকারী উপজেলা চেয়ারম্যান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুর রহমান ও কলার ছড়ি মার্কায় তাঁর সহোদর মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ নির্বাচনে অংশ নিচ্ছেন। তাই দুই ‘বিদ্রোহী প্রার্থী’র বিরুদ্ধে অবস্থান নেয় উপজেলা আওয়ামী লীগ কমিটি।
এ ব্যাপারে মুঠোফোনে আশরাফুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমাদের অগণতান্ত্রিকভাবে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।’