শ্রীনগরে পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ নিহত ১
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রুদ্রপাড়ায় আজ মঙ্গলবার পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ শাহীন (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের কনস্টেবল আলামিন গুলিবিদ্ধ এবং শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান আহত হন।
পুলিশের দাবি, নিহত শাহীন পুলিশের ওয়ারেন্টভুক্ত শীর্ষস্থানীয় সন্ত্রাসী ছিলেন।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ হোসেন এনটিভি অনলাইনকে জানান, আজ সকাল ৯টার দিকে পুলিশের ওয়ারেন্টভুক্ত শীর্ষসন্ত্রাসী মোহাম্মদ শাহীনকে গ্রেপ্তার করতে পুলিশ শ্রীনগরের বাঘরা ইউনিয়নের রুদ্রপাড়ায় অভিযান চালায়। এ সময় শাহীন বাহিনী পুলিশের ওপর হামলা চালিয়ে একটি রাইফেল ছিনিয়ে নেয়। পরে দুপুর ১টার দিকে অতিরিক্ত পুলিশসহ পুনরায় অভিযান চালালে শাহীন বাহিনী পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি চালালে শাহীন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়। এ সময় শ্রীনগর থানার কনস্টেবল আল-আমিন গুলিবিদ্ধ হন। ইট-পাটকেল নিক্ষেপে সামান্য আহত হন শ্রীনগর থানার ওসি মাহবুবুর রহমান।
পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার সাংবাদিকদের জানান, গুলিবিদ্ধ কনস্টেবল আল-আমিনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ ছিনতাই হওয়া রাইফেল উদ্ধার করা হয়েছে।