খাগড়াছড়িতে চিকিৎসা অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
খাগড়াছড়িতে চিকিৎসা অবহেলায় রহিমা বেগম (৪০) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ তুলেছেন স্বজনরা। খাগড়াছড়ি জেলা সদরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সোমবার রাত ৯টার দিকে ওই প্রসূতির মৃত্যু হয়।
নিহতের স্বজনরা জানান, রাঙ্গামাটির প্রত্যন্ত তাইন্দং নোয়াপাড়া থেকে এ প্রসূতিকে খাগড়াছড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভর্তি করা হয়। সোমবার সকালে সন্তান প্রসবের পর রোগীর অবস্থা খারাপ থাকায় একাধিকবার চিকিৎসক ও সেবিকাদের জানানো হয়। কিন্তু তারা কোনো ধরনের চিকিৎসা না দেওয়ায় রাতে রোগীর মৃত্যু ঘটে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের তত্ত্বাবধায়ক ডা. আশুতোষ চাকমা। তিনি বলেন, কর্তব্যরত সেবিকাদের অবহেলা আছে কিনা তা তদন্ত করে দেখা হবে।
এদিকে, খাগড়াছড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সেবিকাদের অবহেলায় রোগী মৃত্যুর খবর নতুন নয়। ডা. আশুতোষ চাকমাসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন রোগীর স্বজন ও এলাকাবাসী।