ঐক্যফ্রন্টের প্রার্থী ফজলে রাব্বী চৌধুরী আর নেই
গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী জাতীয় পার্টির (কাজী জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ফজলে রাব্বীর বয়স হয়েছিল ৮৪ বছর। গাইবান্ধা-৩ আসনে তিনি ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন।
আজ বৃহস্পতিবার ভোরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ফজলে রাব্বী চৌধুরী দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণ, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। ফজলে রাব্বীর তিন ছেলে ও দুই কন্যাসন্তান রয়েছে। তিনি পলাশবাড়ী উপজেলার তালুকজামিরা গ্রামের মরহুম স্কুলশিক্ষক আহসান উদ্দিন চৌধুরীর ছেলে।
সাদুল্যাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন জানান, ফজলে রাব্বী চৌধুরী দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। অসুস্থ থাকায় ভোটের প্রচারণায় তিনি আসতে পারছিলেন না। তবে বৃহস্পতিবার তাঁর প্রচারণায় নামার কথা ছিল। কিন্তু হঠাৎ করে ঢাকায় নিজ বাসায় বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে দ্রুত তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।