সাবেক সাংসদ মিঞা মো. মনসুর আলীর মৃত্যু
চুয়াডাঙ্গার সাবেক সংসদ সদস্য মিঞা মো. মনসুর আলী আর নেই। আজ শনিবার ভোর পৌনে ৪টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
মরহুমের ছেলে ডিউক মুনসুর জানিয়েছেন, আগামীকাল রোববার বাদ জোহর জাতীয় সংসদ ভবন চত্বরে প্রথম জানাজা এবং আগামী সোমবার বাদ জোহর ঢাকার গুলশান মসজিদে জানাজা শেষে দাফন করা হবে।
চুয়াডাঙ্গা আলমডাঙ্গার বড় গাংনীর জসিম উদ্দীনের ছেলে মিঞা মো. মুনসুর ১৯৬৫ সালে (বর্তমান চুয়াডাঙ্গা-মেহেরপুর এবং ঝিনাইদহ জেলার একাংশ) পাকিস্তান জাতীয় পরিষদের এমএনএ (মেম্বার অব ন্যাশনাল অ্যাসেম্বলি) নির্বাচিত হন।
স্বাধীনতার পর ১৯৭৯ সালে মিঞা মো. মুনসুর বিএনপির প্রার্থী হয়ে কুষ্টিয়া-৭ আসন তথা চুয়াডাঙ্গা মহকুমার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে তিনি বিএনপির মনোনয়ন নিয়ে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।
চুয়াডাঙ্গা রাহেলা খাতুন গার্লস একাডেমি স্কুলসহ বহু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন মিঞা মো. মুনসুর। তিনি তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরেই তিনি খুলনায় বসবাস করে আসছিলেন।