মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের মামলায় চাচা গ্রেপ্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় শিশু ধর্ষণের মামলায় তার এক চাচাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার ছোট বাকুয়া গ্রাম থেকে আবদুল আলীম নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গতকাল শুক্রবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে উল্লাপাড়া থানায় একটি মামলা করেন। শিশুটিকে পুলিশি হেফাজতে এনে ডাক্তারি পরীক্ষার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আলীম শিশুটির সৎচাচা।
মামলার বরাত দিয়ে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহম্মেদ এনটিভি অনলাইনকে জানান, আব্দুল আলীম গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় মাদ্রাসার তৃতীয় ওই ছাত্রীকে মাছ ধরার কথা বলে একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং ধর্ষণ করে।
শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে আলীম পালিয়ে যায়। প্রাথমিকভাবে সালিসের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হয়। কিন্তু সালিসের রায় মনঃপুত না হওয়ায় শিশুটির বাবা মামলা করেন বলে জানান ওসি।