গাইবান্ধা-৩ আসনের ভোট ২৭ জানুয়ারি
জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরী মারা যাওয়ায় স্থগিত হওয়া গাইবান্ধা-৩ (পলাশবাড়ি-সাদুল্যাপুর) আসনের নির্বাচন আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
আজ রোববার সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এ নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করেন।
হেলালুদ্দীন আহমদ বলেন, ‘গাইবান্ধা-৩ আসনে মনোনয়নপত্র জমার শেষ সময় ২ জানুয়ারি এবং ভোটের নতুন তারিখ ২৭ জানুয়ারি।’
নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘ইভিএমের ছয়টি আসন ও গাইবান্ধা-৩ আসন ছাড়া বাকি ২৯৩ আসনের ব্যালট পেপার ছাপানো হয়েছে। মুদ্রণ সম্পন্ন হয়েছে। শিগগির রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হবে।’
ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরী গত ১৯ ডিসেম্বর রাতে মৃত্যুবরণ করেন। পরে ২০ ডিসেম্বর ওই আসনে নির্বাচন স্থগিত করে ইসি।