বান্দরবানে দুই ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ
বান্দরবানের আলীকদম উপজেলায় অস্ত্রের ভয় দেখিয়ে দুই ব্যবসায়ীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুরুকপাতা এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃত দুজন হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার ভাঙ্গারমুখ গ্রামের বাসিন্দা সাইফুল (৩০) ও মোহাম্মদ (৩৫)। পাহাড়িদের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ ম্রো ন্যাশনাল পার্টির (এমএনপি) সদস্যরা তাঁদের অপহরণ করেছে বলে স্থানীয় লোকজন দাবি করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে সেনাবাহিনীর আলীকদম জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান বলেন, আলীকদমের কচ্চমঝিড়ি এলাকায় স্থানীয় পাহাড়িদের কাছ থেকে কলাসহ বিভিন্ন ফল কিনতে গিয়েছিলেন দুজন কাঁচামালের খুচরা ব্যবসায়ী। এ সময় অস্ত্রধারী সন্ত্রাসীরা কচ্চমঝিড়ি থেকে অস্ত্রের মুখে তাঁদের অপহরণ করে।
মিজানুর রহমান আরো বলেন, খবর পেয়ে অপহৃতদের উদ্ধারে ঘটনাস্থলসহ আশপাশের এলাকাগুলোতে অভিযানে নেমেছে সেনাবাহিনী। তবে অপহরণের ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।