পানছড়িতে দুই পক্ষের গোলাগুলিতে দুজন নিহত
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পুজগাং এলাকায় দুই পক্ষের গোলাগুলিতে এক নির্মাণ শ্রমিকসহ দুজন নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নির্মাণ শ্রমিক মো. সোহেল রানা (৩২) ও ইউপিডিএফের সমর্থক উজ্জ্বল কান্তি চাকমা চিক্কু (৩০)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পাহাড়ের বিবদমান দুটি আঞ্চলিক রাজনৈতিক দলের সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলি শুরু হলে কাঁধে গুলিবিদ্ধ হয়ে নির্মাণ শ্রমিক সোহেল রানা এবং মাথায় গুলিবিদ্ধ হয়ে উজ্জ্বল কান্তি চাকমা চিক্কু ঘটনাস্থলেই মারা যান।
ইউপিডিএফের জেলা সংগঠক মাইকেল চাকমা এ ঘটনার জন্য জনসংহতি সমিতিকে (এম এন লারমা) দায়ী করেন। তিনি অভিযোগ করেন, তাদের মনোনীত স্বতন্ত্র প্রার্থী (সিংহ মার্কা) নতুন কুমার চাকমার নির্বাচনে ভয়ভীতি প্রদর্শন ও প্রভাব বিস্তারের জন্য এ ঘটনা ঘটিয়েছে।
জনসংহতি সমিতি এ অভিযোগ অস্বীকার করেছে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম আলম জানান, ঘটনাস্থল থেকে ১৫ থেকে ২০টি গুলির খোসা এবং দুটি লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হবে। পুলিশ, সেনাবাহিনী ঘটনাস্থলে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।