রেজা কিবরিয়ার গ্রামের বাড়িতে পুলিশের অভিযান
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়ার গ্রামের বাড়িতে আজ বুধবার বিকেলে অভিযান চালিয়েছে পুলিশ। এই খবর পেয়ে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জালালসাপ আদর্শ গ্রামের লোকজন রেজা কিবরিয়ার বাড়িতে অবস্থান নেয়। গ্রামবাসীর অবস্থান দেখে পুলিশের টহল দল দ্রুত বাড়ি থেকে বেরিয়ে পাশের গোপলাবাজার তদন্ত কেন্দ্রে অবস্থান নেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জের ইনাতগঞ্জ ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক জামাল আহমদ সুমনের ওপর গত ১৯ ডিসেম্বর স্থানীয় বান্দেরবাজার এলাকায় রেজা কিবরিয়ার সমর্থকরা হামলা করে। এ ঘটনায় করা মামলায় প্রধান আসামি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু রেজা কিবরিয়ার বাড়িতে অবস্থান করছেন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় দোতলা বিশিষ্ট বাসার প্রত্যেক কক্ষে তল্লাশি করে কাগজপত্র ও আসবাবপত্র লণ্ডভণ্ড করেন পুলিশ সদস্যরা। এই খবর পেয়ে গ্রামের লোকজন রেজা কিবরিয়ার বাড়ির দিকে ছুটে যায় এবং মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আরো লোকজনকে সেখানে যেতে বলেন কেউ কেউ। মাইকিং শোনে গ্রামের আরো লোক রেজা কিবরিয়ার বাড়ির দিকে ছুটে যান। একসঙ্গে অনেক মানুষ দেখে পুলিশ সদস্যরা দ্রুত বাড়ি থেকে বের হয়ে পাশের গোপলাবাজার তদন্ত কেন্দ্রে অবস্থান নেয়।
এ ব্যাপারে ড. রেজা কিবরিয়ার একান্ত সহকারী সোহরাব হোসেন মাহদি ও শাহাবুদ্দিন শুভ জানান, বিকেলে তাঁরা বাসায় অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ একদল পুলিশ এসে বাসায় তল্লাশি চালায়। এ সময় পুলিশ আসামি ধরার নাম করে বিভিন্ন কক্ষে গিয়ে আমাদের মালামাল তছনছ করতে থাকে। একপর্যায়ে গ্রামবাসী মসজিদের মাইকে মাইকিং করলে পুলিশ চলে যায়।
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়ার গ্রামের বাড়িতে পুলিশের অভিযানের খবর পেয়ে গ্রামের লোকজনের অবস্থান। ছবি : এনটিভি
এ ব্যাপারে নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সামছুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মুজিবুর রহমান সেফু রেজা কিবরিয়ার বাড়িতে অবস্থান করছেন- এমন খবরে পুলিশ অভিযান চালায়। তখন মসজিদের মাইকে অপপ্রচার করে গ্রামবাসীকে বিভ্রান্ত করে এবং পুলিশের কাজে বাধা প্রদান করে। এ সময় আসামি না পেয়ে আমরা চলে আসি।
এদিকে ড. রেজা কিবরিয়ার ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় ও স্ট্যাটাস দিয়ে জানান, তাঁর বাসায় পুলিশ হামলা চালিয়েছে। তল্লাশি চলাকালে তিনি নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় ছিলেন।
ড. রেজা কিবরিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হামলার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমাকে হয়রানি করার জন্যই এই তল্লাশি চালিয়েছে পুলিশ।’