মংলায় বালু ফেলে চিংড়িঘের ভরাটের চেষ্টা
মংলায় একটি চিংড়িঘেরে বালু ফেলে ভরাট করে ক্ষতি করার চেষ্টা করছেন খুলনার প্রভাবশালী এক জমির মালিক। জমি মালিকের এই অপচেষ্টা ও ক্ষতির হাত থেকে রেহাই পেতে অসহায় চিংড়িচাষি আজ রোববার মংলা থানায় একটি অভিযোগ দিয়েছেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে জানা যায়, খুলনার বসুপাড়ার আলী আহম্মদ পাঠানের মংলার সিগনাল টাওয়ার এলাকায় থাকা পাঁচ বিঘা জমি ইজারা নিয়ে দীর্ঘ প্রায় ২২ বছর ধরে সেখানে চিংড়ি চাষ করে আসছেন সিগনাল টাওয়ার গ্রামের জব্বার শাহ। আলী আহম্মদ পাঠানের সঙ্গে জব্বার শাহের ইজারার চুক্তির মেয়াদ ছিল ২০১৫ সাল পর্যন্ত। কিন্তু আলী আহম্মদ পাঠানের মৃত্যুর পর তাঁর ছেলে আবুল কালাম পাঠান, জালাল উদ্দিন পাঠান ও মনু পাঠান চুক্তির মেয়াদ আরো দুই বছর বৃদ্ধি করেন। চুক্তি অনুযায়ী ইজারা নেওয়া জমিতে চিংড়ি চাষ করছেন জব্বার। এই চিংড়িঘেরে বর্তমানে পাঁচ লক্ষাধিক টাকা মূল্যের বাগদা চিংড়ি রয়েছে। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই জমির মালিক ওই ঘেরটি বালু দিয়ে ভরাটের সিদ্ধান্ত নিয়েছেন। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন দরিদ্র চিংড়িচাষি জব্বার।
জব্বার বলেন, ‘এই মুহূর্তে চিংড়িঘেরটি বালু দিয়ে ভরাট করে দিলে আমার বড় ধরনের ক্ষতি হবে। আমি যাতে চুক্তির মেয়াদ পর্যন্ত ঘেরটি করতে পারি এবং ঘেরে বিনিয়োগ করা টাকা তুলতে পারি, সেই দাবিতে থানায় একটি অভিযোগ দায়ের করেছি।’