কুমিল্লায় তিনজনের মৃত্যুদণ্ড, পাঁচজনের যাবজ্জীবন
কুমিল্লা সদর উপজেলার যশপুরে তফাজ্জল হোসেন হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার কুমিল্লার চতুর্থ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক চমন আরা চৌধুরী এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন আবু তাহের ওরফে চরু মিয়া, আবদুস সালাম লিটন ও জহিরুল ইসলাম। রায় ঘোষণার সময় এঁরা সবাই আদালতে উপস্থিত ছিলেন।
যাবজ্জীবন সাজা পাওয়া আসামিদের মধ্যে মোহম্মদ বাহার ওরফে রোজেন ও আরিফুজ্জামান রায় ঘোষণার সময় উপস্থিত থাকলেও অন্য তিনজন আবদুল মান্নান, সাহেব আলী ও মিজানুর রহমান পলাতক রয়েছেন। তাঁদের যাবজ্জীবনের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দণ্ডাদেশ পাওয়া সবাই সদর উপজেলার যশপুরের বাসিন্দা।
মামলার বিবরণীতে বলা হয়, ২০০০ সালের ১ নভেম্বর সদর উপজেলার যশপুর গ্রামের বিদেশ ফেরত তফাজ্জল হোসেনকে একই এলাকার সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে নিহতের চাচাতো ভাই হারুনুর রশিদ কোতোয়ালি থানায় একটি মামলা করেন। পুলিশ তদন্ত করে আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জালাল উদ্দিন।