বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিএনপির অর্থ বিতরণ
বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে অর্থসহায়তা করেছে বিএনপি। রোববার দুপুরে বান্দরবানে পৌর শপিং কমপ্লেক্সের সামনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে নগদ অর্থ বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির উপজাতীয় বিষয়ক সম্পাদক মাম্যাচিং।
এ সময় অন্যদের মধ্যে বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ জাবেদ রেজা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল মাবুদ, যুবদল নেতা জসিম উদ্দিনসহ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মোহাম্মদ জাবেদ রেজা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বান্দরবান বাজারের আটটি পরিবারের মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে তিন হাজার টাকা করে অর্থসহায়তা করা হয়েছে। গরিব, দুস্থ ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এভাবেই সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দেবে বিএনপি।
গত ৭ সেপ্টেম্বর চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়ে বাজারের আটটি বসতবাড়ি পুড়ে যায়।