শীতার্তদের সঙ্গে ব্রিগেডিয়ার সাজেদুলের থার্টি ফার্স্ট নাইট
বছরের শেষ রাতটিতে অনেকেই যখন সাগরের পাড়, টিএসসির চত্বর কিংবা পাঁচ তারকা কোনো রেস্টুরেন্টে বন্ধু-বান্ধবদের নিয়ে থার্টিফাস্ট নাইট উদযাপনে ব্যস্ত। তখন খাগড়াছড়ির ২৪ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম ব্যস্ত ছিলেন পাহাড়ি এলাকার দুস্থ, অসহায় ও শীতার্তদের নিয়ে।
গতকাল সোমবার পাহাড়ি এলাকার বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম। পালন করেছেন অন্যরকম এক থার্টিফার্স্ট নাইট। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানানোর এই বিরল দৃষ্টান্ত রেখে আর কিছু না হোক অসহায় কিছু মানুষের ভালোবাসা কুঁড়িয়েছেন তিনি। তাদের মুখে ফুটিয়েছেন হাসি।
শীতবস্ত্র বিতরণের সময় সাজেদুল ইসলাম বলেন, ‘থার্টিফার্স্ট নাইটের নামে অর্থ অপচয় না করে সবারই উচিত শীতার্তদের পাশে দাঁড়ানো। সবাই এগিয়ে এলে অন্তত কিছু অসহায় মানুষ শীতের কষ্ট থেকে রক্ষা পেত। এটাই হতো থার্টিফার্স্ট নাইটে আমাদের বড় প্রাপ্তি।’
এ সময় রিজিয়নের জিটুআই মেজর মঈনুল আলম, গুইমারা সাবজোন কমান্ডার ক্যাপ্টেন ফয়সাল আহমেদ শুভসহ সামরিক পদস্থ কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।