মাছ ধরতে গিয়ে ভারতে, বাংলাদেশের জেলে আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্ত থেকে আজ সোমবার নাসির উদ্দিন (৩৫) নামের এক বাংলাদেশি জেলেকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে শিবগঞ্জের দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের বাসিন্দা নাসির রঘুনাথপুর সীমান্তের পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ভারতীয় সীমান্তে ঢুকে পড়ে। এ সময় ভারতের নীমতিতা বিএসএস ক্যাম্পের সদস্যরা তাঁকে ধরে নিয়ে যায়। পরে তাঁরা বিজিবিকে বিষয়টি জানালে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের প্রস্তাব দেওয়া হয়।
বিজিবির ৯ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নাজমুল আলম জানিয়েছেন, পতাকা বৈঠকের মাধ্যমে নাসিরকে ফেরত দেওয়ার কথা রয়েছে।