টাঙ্গাইলে ট্রাক খাদে পড়ে সহকারী নিহত
টাঙ্গাইলের ধনবাড়ীতে গরুবাহী একটি ট্রাক খাদে পড়ে চালকের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কের নল্লাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, জামালপুর থেকে গরুবাহী ট্রাকটি টাঙ্গাইলের নল্লাবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের সহকারী জাহাঙ্গীর (২৫) মারা যান। তাঁর বাড়ি ভূঞাপুর উপজেলার খামারবাড়ী গ্রামে। তাঁর বাবার নাম বাঘা মিয়া।