পিরোজপুরে আওয়ামী লীগনেতাকে কুপিয়ে হত্যা
পিরোজপুরে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কৈবর্ত্যখালী নামক স্থানে কলাখালী-পিরোজপুর সড়কে এই ঘটনা ঘটে।
নিহত আওয়ামী লীগনেতা মো. সাকিল আহমেদ আশিষ (৪০) সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত মোকছেদ আলী হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানিয়েছে, আজ পিরোজপুর জেলা জজ আদালতে একটি মামলায় হাজিরা শেষে বাড়ি ফিরছিলেন সাকিল। দুপুর সাড়ে ১২টার দিকে কলাখালী-পিরোজপুর সড়কের কৈবর্ত্যখালী নামক স্থানে ১০ থেকে ১৫ জনের একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে মারাত্মক জখম করে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিকেল পৌনে ৪টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
কলাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুজ্জামান শিমুল জানান, সাকিল ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি কৈবর্ত্যখালী এলাকার সাজিদুল ইসলাম জয় হত্যা মামলার আসামি।