ধর্ষণের পর কিশোরীর লাশ নদীতে!
কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া এলাকায় গড়াই নদী থেকে আজ সোমবার বিকেলে ভাসমান এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
কিশোরীর বয়স আনুমানিক ১৪ বছর। তার পরিচয় পাওয়া যায়নি। কিশোরীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, ঈশ্বরদী অঞ্চল থেকে গড়াই নদীর পানিতে ভাসতে ভাসতে লাশটি বিকেল ৫টায় ২০ মিনিটের সময় কুষ্টিয়ার মঙ্গলবাড়ি এলাকায় পৌঁছায়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়।
ওসি জানান, মৃত ওই কিশোরীর নাম পরিচয় পাওয়া যায়নি। তার মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ধর্ষণ শেষে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।