দুই হাজার যাত্রী নিয়ে দুই লঞ্চ ডুবোচরে আটকা
প্রায় দুই হাজার যাত্রী নিয়ে ডুবোচরে আটকা পড়েছে পটুয়াখালী থেকে ঢাকাগামী ডাবল ডেকার লঞ্চ সুন্দরবন-৯ ও জামাল-৫। বাউফলের কারখানা নদীর ডুবোচরে রাত আটটার দিকে ডুবোচরে লঞ্চদুটি আটকা পরে।
পটুয়াখালী থেকে বিকেল সোয়া পাঁচটায় ঢাকার উদ্দেশ্যে প্রায় দুই হাজার যাত্রী নিয়ে ডাবল ডেকার লঞ্চ
এমভি জামাল- ৫ ও সুন্দরবন- ৯ যাত্রা শুরু করে। রাত আটটার দিকে বাউফলের কারখানা ও বাকেরগঞ্জের কবাই নদীর মিলনস্থলে পৌঁছালে নাব্যতা সংকটের কারনে লঞ্চদুটি ডুবোচরে আটকে পরে। আটকে পড়া লঞ্চের একাধিক যাত্রী মোবাইল ফোনে জানান, তাঁরা জোয়ারের অপেক্ষা করছেন।
জামাল- ৫ লঞ্চের সুপারভাইজার আবদুল কাদের জানান, রাত ১২টার দিকে জোয়ার এলে তাঁরা ঢাকার উদ্দেশ্যে যেতে সক্ষম হবেন।
পটুয়াখালী অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) কর্মকর্তা খাজা সাদিকুর রহমান জানান, আটকে পড়া যাত্রীরা নিরাপদে আছেন।