কুষ্টিয়ায় জেলা যুবলীগ নেতা গুলিবিদ্ধ, একজন আটক
কুষ্টিয়া শহরের পেয়ারাতলায় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিকে গুলি করেছে দুর্বৃত্তরা। ওই সময় বাধা দিতে গেলে আসাদুল ইসলাম নামের এক নৈশপ্রহরীও গুলিবিদ্ধ হন।
গতকাল সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলি ছোড়ার ঘটনায় জড়িত সন্দেহে হাবির সঙ্গীরা তুহিন নামের একজনকে ধরে পুলিশে সোপর্দ করেছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, রাতে শহরের পিটিআই রোডে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের বাড়ি থেকে কয়েকজনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে পেয়ারাতলায় শ্বশুরবাড়ির সামনে যান হাবি। সেখানে অপর একটি মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে পরপর দুটি গুলি ছোড়ে। এর একটি হাতে লাগলে মাটিতে লুটিয়ে পড়েন হাবি। এ সময় তাঁর সঙ্গে থাকা কয়েকজন ধাওয়া দিয়ে তুহিন নামের একজনকে ধরে ফেলে।
এদিকে, হাবিকে গুলি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় মার্কাজ মসজিদের সামনে নৈশপ্রহরী আসাদুল ইসলাম দুর্বৃত্তদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁর হাতে ও পাঁজরে দুটি গুলি করে পালিয়ে যায় তারা।
এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম বলেন, এরই মধ্যে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।