অপহৃত পর্যটকদের খোঁজ মেলেনি, যৌথ বাহিনীর অভিযান
রাঙামাটি-ভারত সীমান্তবর্তী অঞ্চল সিদ্ধুপাড়া থেকে অপহৃত গাইড ও দুই পর্যটকের এখনো খোঁজ পাওয়া যায়নি। তাঁদের উদ্ধারে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী জোরালো অভিযান চালাচ্ছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অপহৃতদের কোনো খোঁজ মেলেনি। এ ব্যাপারে বান্দরবানের রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, রুমা উপজেলার স্থানীয় ট্যুরিস্ট গাইড প্রাচিংহাই ম্রো (২৮), ঢাকা থেকে বেড়াতে আসা পর্যটক জোবায়ের (৩২) ও মোহাম্মদ মুন্না (৩০)—এ তিনজনকে এখনো উদ্ধার করা যায়নি।
রাঙামাটির বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, ‘অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করে অভিযান চালানো হচ্ছে।’
সেনাবাহিনীর দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনী রাঙামাটি ও বান্দরবান দুটি জেলার সীমান্তবর্তী অঞ্চলগুলোতে অভিযান চালাচ্ছে। যোগাযোগ বিচ্ছিন্ন এবং দুর্গম হওয়ার কারণে ওই এলাকায় অভিযান পরিচালনা কিছুটা ব্যাহত হচ্ছে।
গত রোববার দুপুর আড়াইটার সময় বান্দরবানের রুমা থেকে গাইড প্রাচিংহাই ম্রোকে নিয়ে রাইক্ষ্যংপুকুর লেক দেখতে যাওয়ার সময় এই তিনজন অপহৃত হন।
রাঙামাটির বড়তলী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আতমং মারমা স্থানীয় দুই যুবকের বরাত দিয়ে জানান, বড়তলী ইউনিয়নের সিদ্ধুপাড়া থেকে অস্ত্রের মুখে গতকাল দুপুরে একজন গাইড ও দুজন পর্যটককে অপহরণ করে নিয়ে গেছে বিচ্ছিন্নতাবাদী গ্রুপের সদস্যরা। অপহরণকারীরা ভারত সীমান্তের রাস্তা দেখিয়ে দিতে সিদ্ধুপাড়া থেকে স্থানীয় ওই দুই যুবককেও ধরে নিয়ে যায়। ভারত সীমান্তবর্তী অঞ্চলের কাছাকাছি নিয়ে গিয়ে তাঁদের ছেড়ে দেয়। তাঁরাই অপহরণের ঘটনার কথা জানান।