যশোর কোতোয়ালি থানার ওসি প্রত্যাহার
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হককে আজ মঙ্গলবার বিকেলে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ মঙ্গলবার দুর্বৃত্তরা যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেনকে (৫০) গুলি করে ও কুপিয়ে হত্যা করে।
অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, 'ওসি ইনামুল হককে পুলিশ লাইনে সংযুক্ত করার বিষয়টি পুলিশের রুটিন ওয়ার্ক। এর সঙ্গে অন্য কোনো ঘটনা মিলিয়ে ফেলার দরকার নেই। ইনামুল হক নিজেও কোতোয়ালি থানায় থাকতে চান না।'
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, নতুন ওসি যোগদান না করা পর্যন্ত কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শেখ গণি মিয়া দায়িত্ব পালন করবেন।