চুয়াডাঙ্গায় কিশোরকে অপহরণ করে মুক্তিপণ দাবি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কাবিলনগর গ্রাম থেকে দুর্বৃত্তরা সলোক হোসেন (১৭) নামের এক কিশোরকে অপহরণ করেছে। গত শনিবার সন্ধ্যায় কৌশলে মোবাইল ফোনে ডেকে নিয়ে তাকে অপহরণ করা হয়। অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করেছে পরিবারের কাছে।
অপহৃত তরুণের মা নিগারন বেগম জানান, শনিবার সন্ধ্যায় পাশের তিওরবিলা গ্রাম থেকে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হয় তাঁর ছেলে। অপহরণকারীরা মুক্তিপণের টাকা চেয়ে বারবার ফোন করছে। টাকা না দিলে ছেলেকে মেরে ফেলবে বলেও হুমকি দিচ্ছে।
নিগারন বেগম বলেন, তাঁর স্বামী সামসুল হক একজন দিনমজুর। ভিটেমাটি ছাড়া তাঁদের তেমন কিছু নেই। তিনবেলা ভাতই যেখানে জোটে না সেখানে মুক্তিপণের ১০ লাখ টাকা কীভাবে পরিশোধ করবেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, এ ঘটনায় সলোক হোসেনের বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।