চাঁপাইনবাবগঞ্জে দুজনের মৃত্যুদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর শিশু কবিতা খাতুন অপহরণ ও হত্যা মামলার দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক কবিতা খানম আসামির উপস্থিতিতে এ আদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুর আবুরাজপাড়া গ্রামের শিহাব রেজা ও শংকরবাটি এলাকায় সাগর আহমেদ।
মামলার বিবরণে বলা হয়, গত বছরের ৩০ আগস্ট পৌর এলাকার কালিগঞ্জ-ফুলবাগান মহল্লার কোরবান আলীর চার বছরের মেয়ে কবিতা খাতুনকে অপহরণ করে দুর্বৃত্তরা। ওই দিনই তাকে হত্যা করা হলেও কবিতার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
কবিতার বাবা বিষয়টি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাবকে জানালে ৪ সেপ্টেম্বর শিহাব ও সাগরকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ওই দিন রাতেই পোল্লাডাঙ্গা এলাকার একটি চাতালের পাশ থেকে কবিতার গলিত মরদেহ উদ্ধার করা হয়।
মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) জোবদুল হক ও মামলার বাদী কবিতার বাবা কোরবান আলী। আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সদরুল আমিন।