সাভারে পুকুর থেকে নারীর লাশ উদ্ধার
রাজধানীর উপকণ্ঠ সাভারের ব্যাংক কলোনির পালপাড়া বড়আখড়া মন্দিরের পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। আজ বুধবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে বড়আখড়া মন্দিরের পুকুরে নারীর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। খবর পেয়ে পরে সাভার মডেল থানা পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর জানা যাবে, কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে।