কক্সবাজারে আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার
কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সাহাব উদ্দিন ফরায়েজীর (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাঁর মুখ ও বুকে আগুনে ঝলসে যাওয়ার মতো চিহ্ন পাওয়া যায়।
আজ বুধবার সকাল ৮টার দিকে পেকুয়ার টইটং ইউনিয়নের বটতলী প্রাথমিক বিদ্যালয় মাঠের পাশে মালঘারা ছড়া এলাকা থেকে সাহাব উদ্দিনের লাশ উদ্ধার করা হয়।
পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব জানান, গতকাল মঙ্গলবার পেকুয়া ইউনিয়নের বিলাছুরা গ্রামে চিংড়ি ঘের নিয়ে ‘বন্দুকযুদ্ধে’ হতাহতের ঘটনা শুনে ওই আওয়ামী লীগ নেতা সকালে পেকুয়া থানায় যায়। সেখান থেকে দুপুরে বাড়ি ফেরেন তিনি। পরে বাড়ি থেকে বিকেলে টইটং বাজারে গিয়ে রাতে আর বাড়ি ফেরেননি সাহাব উদ্দিন। পরিবারের সদস্যরা তাঁকে অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। পরে আজ সকালে তাঁর লাশ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
ওসি জানান, বৃষ্টিভেজা লাশের শরীরের বিভিন্ন স্থানে আগুনে ঝলসে যাওয়ার মতো চিহ্ন দেখা গেছে। এ থেকে ধারণা করা হচ্ছে তিনি বজ্রপাতে নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় ওই এলাকায় বজ্রপাতসহ ব্যাপক বৃষ্টিপাত হয়। তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তিনি বজ্রপাতে নিহত হয়েছেন, নাকি তাঁকে হত্যা করা হয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ।