ব্যাগের ভেতরে খুলি, ইউপি সদস্য আটক
দিনাজপুরের কাহারোল উপজেলায় কবর খুঁড়ে মাথার খুলি চুরি করার সময় স্থানীয়রা এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে আটক করেছেন। পরে ওই ইউপি সদস্যকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল ফয়সাল তাঁকে ১০ দিনের কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত নূর আলম (৩৫) উপজেলার ৩ নম্বর মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের সদস্য।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পৃথীশ কুমার সরকার এনটিভি অনলাইনকে জানান, প্রায় আট বছর আগে মুকুন্দপুর গ্রামের পেশন খাতুন (৬০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। গত রোববার রাতে তাঁর কবর খুঁড়ে কঙ্কাল থেকে মাথার খুলি খুলে নেন নূর আলম। পরে নদী থেকে খুলিটি পরিষ্কার করে ব্যাগে ভরে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে ধরা পড়েন তিনি।
এর পর সমঝোতার ভিত্তিতে নূর আলমকে ছেড়ে দেয় জনতা। বিষয়টি জেনে গতকাল মঙ্গলবার বিকেলে পুলিশ তাঁকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।