স্বামীকে ফাঁসাতে সন্তান অপহরণ!
খাগড়াছড়ি সদরে সন্তান নিয়ে মিথ্যা অপহরণ নাটক সাজানোর অভিযোগে বিলকিছ বেগম নামের এক নারীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার তাঁকে আটক করা হয়।
পুলিশ জানায়, ছেলে আশিককে (৯) অপহরণের অভিযোগে গত ১১ জানুয়ারি স্বামী জাকির হোসেনসহ ছয়জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন বিলকিছ। মামলার সূত্র ধরে তদন্ত চালাতে থাকলে দেখা যায় ঘটনা উল্টো। স্বামী নয় বরং বিলকিছ নিজেই ছেলেকে চাঁদপুরে নিজ বাবার বাড়িতে লুকিয়ে রেখেছেন।
পরে পুলিশ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় নানার বাড়ি থেকে শিশু আশিককে উদ্ধার করে। নিজের সন্তানকে লুকিয়ে রেখে স্বামীর নামে মিথ্যা অপহরণ মামলা ও পুলিশকে বিভ্রান্ত করার অভিযোগে বিলকিছকে আটক করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাৎ হোসেন টিটো বলেন, মূলত পারিবারিক কলহের জেরে স্বামীকে ফাঁসানোর জন্য সন্তানকে লুকিয়ে রেখে অপহরণের নাটক সাজান বিলকিছ। দীর্ঘদিন ধরে উভয়ের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল।