মোহনগঞ্জে বিএনপি নেতা গ্রেপ্তার
নাশকতার অভিযোগে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. এনামুল হক স্বপনকে আটক করেছে যৌথবাহিনী।
গতকাল সোমবার গভীর রাতে মোহনগঞ্জ পৌর শহরের বাসা থেকে তাঁকে আটক করা হয়। এনামুল মোহনগঞ্জের সমাজ সহিলদেও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমিজুল হক জানান, চলমান হরতাল অবরোধে নাশকতার ঘটনার আশঙ্কায় এনামুল হককে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।