টঙ্গিবাড়ীর বৌদ্ধনগরী পরিদর্শনে বিদেশি প্রত্নবিদ ও ভিক্ষুরা
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার নাটেশ্বর গ্রামের বৌদ্ধনগরী আজ মঙ্গলবার পরিদর্শন করেন ভারত, চীন ও কোরিয়ার প্রত্নবিদ ও বৌদ্ধ ভিক্ষুরা।
বেলা সাড়ে ১১ টার দিকে ২০ জন প্রত্নবিদ ও বৌদ্ধ ভিক্ষু নাটেশ্বর গ্রামে আসেন। এ সময় অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নূহ-উল-আলম লেনিন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান তাঁদের অভ্যর্থনা জানান।
এরপর বৌদ্ধনগরের বিভিন্ন পুরাকীর্তি ঘুরে-ফিরে দেখেন প্রত্নবিদ ও বৌদ্ধ ভিক্ষুরা। পরে তারা জেলা সদরের বজ্রযোগিনী গ্রামে গৌতম বুদ্ধ অতীশ দীপংকরের বাস্তুভিটা পরিদর্শন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চায়না বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের তিব্বত শাখার চেয়ারম্যান দ্রুব কাং, চীনের হুনান প্রভেন্সিয়াল ইনস্টিটিউশন অব কালচারাল রেলিকস্ অ্যান্ড আরকিউলজির অধ্যাপক চাই হুয়ারবো, কোরিয়ার জেনি লি, ডেনিয়েল হু, শাওন কিন, মুন্সীগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. এমদাদ হোসেন প্রমুখ।
গত ১৬ ফেব্রুয়ারি সকালে নাটেশ্বর গ্রামে প্রত্নতাত্ত্বিক উৎখননে হাজার বছর আগের প্রাচীন বৌদ্ধনগরীর সন্ধান পাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয় প্রত্নতাত্ত্বিক গবেষণাধর্মী সংগঠন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন।