মান্না গোয়েন্দা কার্যালয়ে
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে রাতে গ্রেপ্তারের পর পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গুলশান থানায় তাঁর বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের বিদ্রোহে প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে। তিনি এখন গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে আছেন। তবে কখন তাঁকে আদালতে নেওয়া হবে, এ বিষয়ে কিছু জানাতে পারেনি ডিবি পুলিশ।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁকে গ্রেপ্তারের বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান। তিনি জানান, রাতে মান্নাকে গুলশান থানায় হস্তান্তর করে র্যাব। পরে সেখান থেকে তাঁকে ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
গত সোমবার দিবাগত রাতে মান্নাকে বনানী ই-ব্লকের ১৭/এ-এর ১২ নম্বর বাড়ি থেকে ডিবি পুলিশ পরিচয়ে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন মান্নার স্ত্রী মেহের নিগার। বাড়িটি তাঁর ভাতিজি শাহনামা শারমিনের। সে সময় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম দাবি করেন, পোশাকধারী কেউ মান্নাকে নিয়ে যায়নি।
মঙ্গলবার বিকেলে মান্নার সন্ধান চেয়ে রাজধানীর বনানী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর বড় ভাইয়ের স্ত্রী বেগম সুলতানা। সর্বশেষ মান্নাকে ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে হাজির করার জন্য রিট চেয়ে তাঁর সংগঠনের পক্ষ থেকে আবেদন করা হয় বলে জানিয়েছিল বিবিসি।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকা ও অজ্ঞাতপরিচয় আরো একজনের সঙ্গে মাহমুদুর রহমান মান্নার ফোনালাপের বিষয়টি প্রকাশ হওয়ার পর গত সোমবার দিবাগত রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি।