রাজবাড়ীতে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
রাজবাড়ী শহরের শ্রীপুর এলাকায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে শ্রীপুরের পলাশ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদরের ধুঞ্চি গ্রামের রজব আলীর ছেলে শান্ত (২৫) ও পৌরসভার গোদারবাজার এলাকার মো. সিদ্দিকের ছেলে হৃদয় (২৫)। শান্ত শহরের একটি মোটরসাইকেলের গ্যারেজে কাজ করতেন এবং হৃদয় ছিলেন অটোচালক।
দুর্ঘটনার খবর পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) মুনির জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে শান্ত ও হৃদয় তাঁদের মোটরসাইকেলে জ্বালানি ভরার জন্য শহরের শ্রীপুর এলাকার পলাশ ফিলিং স্টেশনে যান। সেখানে জ্বালানি ভরে শহরের দিকে রওনা দেন তাঁরা। রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সামনে থেকে একটি ট্রাক (মাটিভর্তি) তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই তাঁরা মারা যান।
রাজবাড়ী থানার পুলিশ নম্বর প্লেটবিহীন ওই ট্রাকটি আটক করে একটি মামলা করেছে। চালক পলাতক।